সমস্ত সমস্ত কবর পূজারীদেরকে দাতভাঙ্গা জবাব দিয়ে দিলাম

সমস্ত খাঁজা-বাবা, গাঁজা-বাবা, পীর-ওলির মাজার ও উঁচু কবর ভেঙে ফেলতে হবেঃ

যখনই কবর পূজার বিরুদ্ধে কথা বলতে যাই তখনই কবর পূজারীরা বলে আমরা নাকি অলি- আওলিয়াদের দুশমন। তাই এই সমস্ত কবর পূজারীদেরকে দাতভাঙ্গা জবাব দিয়ে দিলাম। আল্লাহ তাআলা কোরআনে বার বার সতর্ক করে দিয়েছেন যে, আল্লাহ ছাড়া অন্য কাউকে আহবান করবে না।(১) রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃﻣﻦ ﻣﺎﺕ ﻭﻫﻮ ﻳﺪﻋﻮ ﻟﻠﻪ ﻧﺪﺍ ﺩﺧﻞ ﺍﻟﻨﺎﺭ . ( ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ (যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা অবস্থায় মৃত্যু বরণ করল সে জাহান্নামে প্রবেশ করল। (বুখারীঃ৪৪৯৭) উক্ত বিষয় গুলো সতর্ক করে দেয়ার পরেও কবর পূজারীরা আল্লাহ এবং রাসুল (সাঃ) এর বিরুদ্ধাচারন করে মাজারে গিয়ে অলি-আউলিয়াদের নিকট আহবান করে থাকে।(২) রাসুল (সঃ) কঠোর ভাবে নিষিদ্ধ করে গিয়েছেন কবরকে এবাদত খানায় পরিনত করতে।ﻋَﻦْ ﺟُﻨْﺪُﺏٍ ﻗَﺎﻝَ ﺳَﻤِﻌْﺖُ ﺍﻟﻨَّﺒِﻰَّ ﺃَﻻَ ﻭَﺇِﻥَّ ﻣَﻦْ ﻛَﺎﻥَ ﻗَﺒْﻠَﻜُﻢْ ﻛَﺎﻧُﻮْﺍ ﻳَﺘَّﺨِﺬُﻭْﻥَ ﻗُﺒُﻮْﺭَ ﺃَﻧْﺒِﻴَﺎﺋِﻬِﻢْ ﻭَﺻَﺎﻟِﺤِﻴْﻬِﻢْ ﻣَﺴَﺎﺟِﺪَ ﺃَﻻَ ﻓَﻼَ ﺗَﺘَّﺨِﺬُﻭْﺍ ﺍﻟْﻘُﺒُﻮْﺭَ ﻣَﺴَﺎﺟِﺪَ ﺇِﻧِّﻰْ ﺃَﻧْﻬَﺎﻛُﻢْ ﻋَﻦْ ﺫَﻟِﻚَ .জুনদুব (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-কে বলতে শুনেছি যে, সাবধান! তোমাদের পূর্ববর্তীরা তাদের নবী ও সৎকর্মশীল ব্যক্তিদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছিল। সাবধান! তোমরা কবরকে মসজিদে পরিণত করো না। নিশ্চয় আমি তোমদেরকে এটা থেকে নিষেধ করছি।মুসলিম হা/১২১৬, ১/২০১ পৃঃ, (ইফাবা হা/১০৬৯), ‘মসজিদ সমূহ’ অধ্যায়, অনুচ্ছেদ-৪ﻋَﻦْ ﺃَﺑِﻰْ ﻣَﺮْﺛَﺪِ ﺍﻟْﻐَﻨَﻮِﻯِّ ﻗَﺎﻝَ ﺳَﻤِﻌْﺖُ ﺭَﺳُﻮْﻝَ ﺍﻟﻠﻪِ ﻳَﻘُﻮْﻝُ ﻻَ ﺗُﺼَﻠُّﻮْﺍ ﺇِﻟَﻰ ﺍﻟْﻘُﺒُﻮْﺭِ ﻭَﻻَ ﺗَﺠْﻠِﺴُﻮْﺍ ﻋَﻠَﻴْﻬَﺎ .আবু মারছাদ গানাবী (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-কে বলতে শুনেছি, তোমরা কবরের দিকে ছালাত আদায় কর না এবং তার উপর বস না। {মুসলিম হা/২২৯৫, ১/৩১২ পৃঃ, (ইফাবা হা/২১২০); মিশকাত হা/১৬৯৮, পৃঃ ১৪৮}কিন্ত তার পরেও কবর পূজারীরা রাসূল (সাঃ) এর বিরুদ্ধাচরন করে মাজারকে এবাদত খানায় পরিনত করেছে।(৩) রাসুল (সাঃ) হারাম করেছেন কবর পাকা করতে।ﻋَﻦْ ﺟَﺎﺑِﺮٍ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪُ ﻋَﻨْﻪُ ﻗَﺎﻝَ : ﻧَﻬَﻰ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃَﻥ ﻳُﺠَﺼَّﺺَ ﺍﻟﻘَﺒْﺮُ، ﻭَﺃَﻥْ ﻳُﻘْﻌَﺪَ ﻋَﻠَﻴْﻪِ، ﻭَﺃَﻥْ ﻳُﺒْﻨَﻰ ﻋَﻠَﻴْﻪِ . ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢজাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, তার উপর বসতে এবং তার উপর ইমারত নির্মাণ করতে নিষেধ করেছেন।’{মুসলিম হা/২২৮৯, ১/৩১২ পৃঃ, ‘জানাযা’ অধ্যায়, অনুচ্ছেদ-৩২}কিন্ত তার পরেও কবর পূজারীরা রাসূল (সাঃ) এর বিরোদ্ধাচরন করে কবরকে পাকা করেছে।(৪) রাসুল (সাঃ) উচুঁ কবরকে ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছেন।তিনি আলী (রাঃ)-কে বলেছিলেনঃ, ﻻَ ﺗَﺪَﻉَ ﺗِﻤْﺜَﺎﻻً ﺇِﻻَّ ﻃَﻤَﺴْﺘَﻪُ ﻭَﻻَ ﻗَﺒْﺮًﺍ ﻣُﺸْﺮِﻓًﺎ ﺇِﻻَّ ﺳَﻮَّﻳْﺘَﻪُ ‘তুমি কোন মূর্তি না ভাঙ্গা পর্যন্ত ছাড়বে না এবং ছাড়বে না কোন উঁচু কবর যতক্ষণ না তা ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিবে।{মুসলিম হা/২২৮৭, ১/৩১২ পৃঃ, (ইফাবা হা/২১১২); মিশকাত হা/১৬৯৬, পৃঃ ১৪৮}কিন্ত তার পরেও কবর পূজারীরা রাসূল (সাঃ) এর বিরোদ্ধাচরন করে কবরকে প্রায় দুই হাত পরিমান উচুঁ করেছে।(৫) আল্লাহ তাআলা হারাম করেছেন আল্লাহ ছাড়া অন্যের নামে কোন জন্তু উৎসর্গ করামহান আল্লাহ বলেনﺣُﺮِّﻣَﺖْ ﻋَﻠَﻴْﻜُﻢُ ﺍﻟْﻤَﻴْﺘَﺔُ ﻭَﺍﻟﺪَّﻡُ ﻭَﻟَﺤْﻢُ ﺍﻟْﺨِﻨْﺰِﻳْﺮِ ﻭَﻣَﺎ ﺃُﻫِﻞَّ ﻟِﻐَﻴْﺮِ ﺍﻟﻠﻪِ ﺑِﻪِ ‘তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃতপ্রাণী, রক্ত, শূকরের গোশত, যেসব জন্তু আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা হয়’। (মায়েদাহ ৩)। এ ব্যাপারে রাসূল (ছাঃ) বলেন, ﻟَﻌَﻦَ ﺍﻟﻠﻪُ ﻣَﻦْ ﻟَﻌَﻦَ ﻭَﺍﻟِﺪَﻩُ ﻭَﻟَﻌَﻦَ ﺍﻟﻠﻪُ ﻣَﻦْ ﺫَﺑَﺢَ ﻟِﻐَﻴْﺮِ ﺍﻟﻠﻪِ যে ব্যক্তি গায়রুল্লাহর উদ্দেশ্যে পশু-প্রাণী যবেহ করে তার উপর আল্লাহর লা‘নত। {মুসলিম হা/১৯৭৮; মিশকাত হা/৪০৭০।}কিন্ত তার পরেও কবর পূজারীরা আল্লাহ এবং রাসূল (সাঃ) এর বিরোদ্ধাচরন করে অলি অাউলিয়াদের নামে, হাসঁ-মুরগী, গরু- ছাগল, টাকা পয়শা উৎসর্গ করে থাকে!

Comments

  1. Mysuru Casino - The HERZAMMAN
    Mysuru Casino - The Home of the Best of the Slots! 바카라 Visit us to herzamanindir.com/ Play https://octcasino.com/ the best slots worrione.com and enjoy the best table games in our casino. https://septcasino.com/review/merit-casino/ Visit us

    ReplyDelete

Post a Comment

Thanks for comments

Popular posts from this blog

ইমাম আবু হানিফার নামে মিথ্যা বানোয়াট প্রতারণা

পীর কাকে বলে হাক্কানী পীর বনাম ভন্ড পীর

মুসলিম মাযহাব ছাডবে কেন