Posts

Showing posts from June, 2017

পীর প্রসঙ্গে পবিত্র কোরআন পাকে বহু নির্দেশ আছে

হ্যাঁ পীর ধরতে হবে তবে পীর শব্দটি পবিত্র কোরআন পাকে নেই । কারন পীর শব্দটি ফার্সি ভাষা হতে বাংলা ভাষায় প্রবেশ করেছে । যেমনঃ নামাজ, রোজা, ফিরিস্তা, খোদা, ইত্যাদি শব্দগুলো কোরআন শরীফে-এ নেই । কারন উহা ফার্সি শব্দ , তবে এর প্রতিটি ফার্সি শব্দেরই প্রতিশব্দ কোরআন শরীফ আছে, যেমনঃ নামাজ- সালাত, রোজা- সাওম, ফিরিশ্তা- মালাকুন ইত্যাদি । আবার সালাত আরবি শব্দটি স্থান বিশেষ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় । অনুরূপভাবে পীর ফার্সি শব্দের প্রতিশব্দ পবিত্র কোরআন শরীফের বিভিন্ন স্থানে বিভিন্ন শব্দে প্রকাশ করেছেন, যথাঃ 'অলি' বহুবচনে আউলিয়া, মুর্শিদ, ইমাম, বহুবচনে আইম্মা, হাদি, ছিদ্দিকিন, ইত্যাদি । নিম্নে কিছু আয়াত শরিফের অর্থ পেশ করা হলঃ হে মুমিনগণ! তোমরা অনুসরণ কর, আল্লাহ্ পাক এর, তাঁর রাসুল পাক (দঃ) এর এবং তোমাদের মধ্যে যারা ধর্মীয় নেতা । — সুরাঃ নিসা, আয়াতঃ ৫৯ স্মরণ কর! সেই দিনকে যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাঁদের (ইমাম) নেতা সহ আহ্বান করব । — বনি ইসরাইল, আয়াতঃ ৭১ মুমিন পুরুষ ও মুমিনা মেয়েলোকের ভিতর হতে কতেক কতেকের বন্ধু । — সুরাঃ তাওবাহ, আয়াতঃ ৭১ তোমাদের মধ্যে এমন একদল লোক যারা কল্যাণ

সমস্ত সমস্ত কবর পূজারীদেরকে দাতভাঙ্গা জবাব দিয়ে দিলাম

সমস্ত খাঁজা-বাবা, গাঁজা-বাবা, পীর-ওলির মাজার ও উঁচু কবর ভেঙে ফেলতে হবেঃ যখনই কবর পূজার বিরুদ্ধে কথা বলতে যাই তখনই কবর পূজারীরা বলে আমরা নাকি অলি- আওলিয়াদের দুশমন। তাই এই সমস্ত কবর পূজারীদেরকে দাতভাঙ্গা জবাব দিয়ে দিলাম। আল্লাহ তাআলা কোরআনে বার বার সতর্ক করে দিয়েছেন যে, আল্লাহ ছাড়া অন্য কাউকে আহবান করবে না।(১) রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃﻣﻦ ﻣﺎﺕ ﻭﻫﻮ ﻳﺪﻋﻮ ﻟﻠﻪ ﻧﺪﺍ ﺩﺧﻞ ﺍﻟﻨﺎﺭ . ( ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ (যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা অবস্থায় মৃত্যু বরণ করল সে জাহান্নামে প্রবেশ করল। (বুখারীঃ৪৪৯৭) উক্ত বিষয় গুলো সতর্ক করে দেয়ার পরেও কবর পূজারীরা আল্লাহ এবং রাসুল (সাঃ) এর বিরুদ্ধাচারন করে মাজারে গিয়ে অলি-আউলিয়াদের নিকট আহবান করে থাকে।(২) রাসুল (সঃ) কঠোর ভাবে নিষিদ্ধ করে গিয়েছেন কবরকে এবাদত খানায় পরিনত করতে।ﻋَﻦْ ﺟُﻨْﺪُﺏٍ ﻗَﺎﻝَ ﺳَﻤِﻌْﺖُ ﺍﻟﻨَّﺒِﻰَّ ﺃَﻻَ ﻭَﺇِﻥَّ ﻣَﻦْ ﻛَﺎﻥَ ﻗَﺒْﻠَﻜُﻢْ ﻛَﺎﻧُﻮْﺍ ﻳَﺘَّﺨِﺬُﻭْﻥَ ﻗُﺒُﻮْﺭَ ﺃَﻧْﺒِﻴَﺎﺋِﻬِﻢْ ﻭَﺻَﺎﻟِﺤِﻴْﻬِﻢْ ﻣَﺴَﺎﺟِﺪَ ﺃَﻻَ ﻓَﻼَ ﺗَﺘَّﺨِﺬُﻭْﺍ ﺍﻟْﻘُﺒُﻮْﺭَ ﻣَﺴَﺎﺟِﺪَ ﺇِﻧِّﻰْ ﺃَﻧْﻬَﺎﻛُﻢْ ﻋَﻦْ ﺫَﻟِﻚَ .জুনদুব (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-কে বলতে শুনেছি যে, সাবধান! তোম

বিতিরের নামায কত

বিতির নামাযের রাকাত সংখ্যা ও তার পদ্ধতি বিতর নামায মূলতঃ তাহাজ্জুদ নামাযের অংশ। তাই রাত্রের পূরা কিয়ামুল্লায়লকেও বিভিন্ন হাদীছে বিতর বলা হয়েছে।[41] এই জন্যই পূর্বে উল্লেখ করা হয়েছে যে, বিতর নামাযের উত্তম সময় হচ্ছে শেষ রাত- যখন তাহাজ্জুদ নামায পড়া হয়। কিন্তু সঙ্গত কারণ থাকলে তা এশার নামাযের সাথে পড়ার অনুমতি দেয়া হয়েছে- এই নামাযের প্রতি অধিক গুরুত্বারোপ করার জন্য। বিতর নামাযের রাকাত সংখ্যা নির্দিষ্ট একটি সংখ্যায় সীমাবদ্ধ নয় এ নামায ১, ৩, ৫, ৭, ৯, ১১ ও ১৩ রাকাত পর্যন্ত পড়া যায়। (ক) এক রাকাত বিতর: এক রাকাত বিতর পড়ার নিয়ম হল, নিয়ত বেঁধে ছানা, সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়ে রুকূ করবে। রুকূ থেকে উঠে দুআ কুনূত পড়বে। তারপর দু’টি সিজদা করে তাশাহুদ, দরূদ ও দুআ পড়ে সালাম ফিরাবে। আবদুল্লাহ ইবনে উমার (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: ]كَانَ النَّبِيُّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ مَثْنَى مَثْنَى وَيُوتِرُ بِرَكْعَةٍ[ রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাতের নফল নামায দু’দু রাকাত করে পড়তেন এবং এক রাকাত বিতর পড়তেন।[42] আবদুল্লাহ ইবনে উমার (রাযি

সমাজে প্রচলিত জাল হাদিস

আমাদের সমাজে প্রচলিত জাল হাদিস যা আমাদের সমাজে হাদিস নামে প্রচলিতঃ-  ১.(আল্লাহ বলেন) আমি আমার নিজের উপর শপথ করছি যে,আহমদ এবং মোহাম্মদ নামের কাউকে জাহান্নামে প্রবেশ করানো হবে না।  ২.তোমরা আলেমদের অনুসরন করবে;কারন তারা দুনিয়া ও আখিরাতের প্রদীপ।  ৩.মৃত ব্যক্তিকে ৭ দিন পর্যন্ত তার বাড়ির মানুষদের দেখতে পায়।  ৪.আল্লাহ আশুরার দিনে আসমান-যমীন সৃষ্টি করেছেন।  ৫.জান্নাতের বাসীরা দাড়ি বিহীন হবেন,শুধু মুসা ইবনে ইমরান (আ) বাদে,তার দাড়ি হবে নাভী পর্যন্ত।  ৬.দেশ প্রেম ইমানের অংশ।  ৭.মাসজিদের মধ্যে কখাবার্তা নেকী বা সওয়াব খেয়ে ফেলে।  ৮.বিবাহিতের দু রাকাত নামায অবিবাহিতের ৭০ রাকাত থেকে উত্তম।  ৯.আরাফার দিনের সিয়াম ৬০ বছরের সিয়ামের মত।  ১০.আমার উম্মতের আলেমগণ বনী ইসরাঈলের নবীগনদের মত।  ১১.মুমিনের কলব আল্লাহর আরশ  ১২.সুলাইমান (আ) এর আংটির নক্সার বা খোদিত লেখাটা ছিলঃ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।  ১৩.নবী(স) কে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না।  ১৪.জ্ঞানীদের কালি শহীদের রক্ত থেকে অধিক মর্যাদার।  ১৫.যে ব্যক্তি মাসজিদে মধ্যে দুনিয়াবী কথা বোলবে আল্লাহ তার ৪০ বছরের আমল

হানাফীদের জন্য প্রশ্ন পারলে উত্তর দিন

হানাফীদের পর্যুদস্ত করার জন্য কুরআন হাদিস আর ফিক্বহ পড়ার কোন দরকার নাই নিম্নের কয়েকটি বিষয় ভাল করে পড়েই তাদেরকে পর্যুদস্ত করে একশত শহীদের সওয়াব পেতে পার। ১. যখন কোন হানাফীর সাথে সাক্ষাত হয় তখন তাকে প্রশ্ন কর যে, আপনি যে ঘড়ি হাতে দিলেন এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত? এরকম প্রশ্নের জন্য কোন ইলমের প্রয়োজন নেই। তুমি একটি ছয় বছরের বাচ্চাকে মেডিকেল ষ্টোরে পাঠিয়ে দাও। সে ওষুধের উপর হাত রেখে প্রশ্ন করবে যে, এই ওষুধের নাম হাদিসের কোথায় আছে? এই প্রশ্নটির পর নিজের মসজিদে এসে বলবে যে, আমি অমুক হানাফী মাওলানা সাহেবকে হাদিস জিজ্ঞেস করলাম, সে বলতে পারেনি। তারপর তখন সকল গায়রে মুকাল্লিদ বাচ্চা ও বয়স্কদের উপর ফরজ হল, তারা প্রত্যেক অলিতে গলিতে এই প্রচারণা চালাবে যে, ওমুক হানাফী মাওলানা সাহেব একটি হাদিসও জানেনা। ২. দ্বিতীয় নাম্বার হল এই যে, আল্লাহ না করুন যদি তুমি কোথাও ফেঁসে যাও, আর তোমাকে জিজ্ঞেস করে বসে যে, তুমি যে পাঞ্জাবীতে পকেট লাগালে তার নাম হাদিসের কোথায় আছে? তখন ঘাবরিওনা, বরং তৎক্ষণাৎ তাকে জিজ্ঞেস কর যে, কোন হাদিসে এর নিষেধাজ্ঞা আছে? আর শোরগোল শুরু করে দিবে যে, নিষেধাজ্ঞার হাদিস দেখাতে পারবেনা,

মুহাম্মদ (স) এর নাম হিন্দু ধর্মগ্রন্থে সরাসরি দেওয়া আছে

মুহাম্মদ (স) এর নাম হিন্দু ধর্মগ্রন্থে সরাসরি বলা হয়েছে হোতার মিন্দ্রো হোতার মিন্দ্রো মহাসুরিন্দ্রবোঃ। অল্লো জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রক্ষণং অল্লাম। অল্লো রাসুল মুহাম্মদ রকং বরস্য অল্লো অল্লাম। আদল্লাং বুকমেকং অল্লাবুকং ল্লান লিরখাতকম । বেদ অল্লো পনিষদ -সপ্তম পরিচ্ছেদ । অর্থাৎ “ দেবতাদের রাজা আল্লাহ আদি ও সকলের বড় ইন্দ্রের গুরু । আল্লাহ পূর্ণ ব্রক্ষা,মুহাম্মদ আল্লাহর রাসুল পরম বরণীয়,আল্লাহই আল্লাহ । তাহার অপেক্ষা শ্রেষ্ট আর কেহ নাই।আল্লাহ অক্ষয়,অব্যয়,স্বয়ম্ভু । সাম বেদঃ হিন্দুদের এ শাস্ত্রে শ্রীকৃষ্ণের নাম গন্ধ ও নেই । সেখানে যার কথা আছে তার নাম – “ মদৌ বর্তিতা দেবা দ কারান্তে প্রকৃত্তিতা।বৃক্ষানং ; ভক্ষয়েৎ সদা মেদা শাস্ত্রেচ স্মৃতা ” (সামবেদ) অর্থাৎ ‘’ যে দেবের নামের প্রথম অক্ষর ‘ম’ ও শেষ অক্ষর ‘দ’ এবং যিনি বৃষ মাংস (গরুর মাংস ) ভক্ষন সর্ব কালের জন্য পুনঃ বৈধ করবেন , তিনিই হবেন বেদানুযায়ী ঋষি । মুহাম্মদ {সাঃ} এর নামের প্রথম ও শেষ অক্ষর বেদের নির্দেশ মত যথাক্রমে ‘ম’ও ‘দ’ । আমরা জানি মুসলিমরা গরুর মাংস খায় ,হিন্দুরা কিন্তু খায় না। (সবাইকে জানাতে শেয়ার ক

কিছু ক্ষেত্রে গীবত করা জায়েজ

গীবত একটি মারাত্মক কবীরা গুনাহ তবে কিছু ক্ষেত্রে গীবত বৈধ!!! ★যে সব কারণে গীবত বৈধ★ জেনে রাখুন যে, সঠিক শরয়ী উদ্দেশ্যে গীবত বৈধ; যখন গীবত ছাড়া সে উদ্দেশ্য পূরণ হওয়া সম্ভবপর হয় না। এমন কারণ ৬টিঃ- ১। অত্যাচার ও নির্যাতন: নির্যাতিত ও অত্যাচারিত ব্যক্তির পক্ষে বৈধ যে, সে শাসক, বিচারক প্রমুখ [প্রভাবশালী] ব্যক্তি যারা অত্যাচারীকে উচিত সাজা দিয়ে ন্যায় বিচার করার কর্তৃত্ব ও ক্ষমতা রাখেন তাঁদের নিকট নালিশ করবে যে, ‘অমুক ব্যক্তি আমার উপর এই অত্যাচার করেছে। ২ মন্দ কাজের অপসারণ ও পাপীকে সঠিক পথ ধরানোর কাজে সাহায্য কামনা। বস্ত্ততঃ শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করার ব্যাপারে শক্তিসম্পন্ন ব্যক্তিকে গিয়ে বলবে যে, অমুক ব্যক্তি মন্দ কাজে লিপ্ত । সুতরাং আপনি তাকে তা থেকে বাধা দিন ইত্যাদি। তবে এর পিছনে কেবল অন্যায় ও মন্দ কাজ থেকে বাধা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হতে হবে অন্যথা তা হারাম হবে। ৩। ফতোয়া জানা। মুফতি বা আলেমের নিকট গিয়ে বলবে, আমার পিতা আমার ভাই বা আমার স্বামী অথবা অমুক ব্যক্তি এই অন্যায় অত্যাচার আমার প্রতি করেছে। তার কি কোন অধিকার আছে? এমন করার অধিকার যদি না থাকে তবে তা থেকে মুক্তি পাবার এবং অন্

ইমাম আবু হানিফার নামে মিথ্যা বানোয়াট প্রতারণা

আসুন হানাফী মাযহাবীদের কিছু মিথ্যা,বানোয়াট বক্তব্য শুনি- ◉ ইমাম আবু হানিফা (রহ.) ৫৫ বার হ্জ্জ্ব করেছেন। ◉ ইমাম আবু হানিফা (রহ.) আল্লাহকে ১০০ বার স্বপ্নে দেখেছেন। ◉ ৪০ বছর একটানা এশার ওযু দ্বারা ফজরের সালাত আদায় করেছেন। ◉ ৩০ বছর একটানা রোজা রেখেছেন। বছরের যেই পাঁচদিন রোজা রাখা হারাম, সেই পাঁচ দিন তিনি রোজা রাখেন নাই, তবে সেই ৫ দিনও তিনি কোন খাবার গ্রহণ করেন নাই। . ■তাহক্বীকঃ ৪০ বছর একটানা এশার ওযু দ্বারা ফজরের সালাত আদায় করার কিচ্ছাকে যদি সত্যি ধরে নেই তবে তাঁকে স্ত্রী সহবাস দিনে করতে হয়েছে। কিন্তু আবার বলা হচ্ছে ৩০ বছর একটানা রোজা রেখেছেন। অথচ রোজা রেখে দিনে স্ত্রী সহবাস অসম্ভব! সুতরাং এই দুটি কিচ্ছা একটি অপরটির বিপরতী। একটি বক্তব্যকে সত্য ধরে নিলে অন্যটিকে মিথ্যা স্বীকার করতে-ই হবে। . মুলত এই বক্তব্যগুলো সব মিথ্যা বানোয়াট কথা। অনেকটা সোনাবানুর কিচ্ছার মতো। এরা তাদের মাযহাবের ইমামাকে বাড়াতে বাড়াতে কখন যে হযরত মুহাম্মদ  ﷺথেকেও উপরে তুলে দেওয়ার মিথ্যা প্রতিযোগীতায় মেতে চলেছে তা তারা বুঝতেও পারছে না। তাই তো হযরত মুহাম্মদ ﷺ এর সহীহ হাদীসের দাওয়াত তাদের পছন্দ হয়ে না। প্রত্যেক আমলের ক্ষেত

পীর কাকে বলে হাক্কানী পীর বনাম ভন্ড পীর

হাক্কানী পীর বনাম  ভন্ড পীর দেওয়ানবাগী, চরমোনাই এবং মাইজভান্ডারী পীরের পোষ্টমর্টেম আমাদের এই উপমহাদেশে বহুকাল ধরে ইসলামের লেবাস ধরে পীর-মুরিদীর ব্যাবসা চলে আসছে। কেউবা নিজেকে দাবি করছে হক্কানী পীর আবার কেউবা নিজেকে মুক্তির কান্ডারী হিসেবেও জাহির করছে! মূলত এরা সবাই ধর্মের লেবাস ধরে শতাব্দীর পর শতাব্দী নিজেদের বিনা পূঁজির ব্যাবসা টিকিয়ে রাখছে যেখানে এদের অনেকেই মোশরেক, আবার একমাত্র হক্কানী তেলের ডিলারধারী হয়েও চরম ফাসেক। আসুন দেখে নেই এই ধর্ম ব্যাবসায়ী পীরদের আকীদা কি? দেওয়ানবাগী মোশরেকের আকিদাঃ- ১.দেওয়ানবাগী স্বপ্নে দেখেন ঢাকা এবং ফরিদপুরের মধ্যবর্তী স্থানে এক বিশাল বাগানে ময়লার স্তূপের উপর বিবস্ত্র অবস্থায় নবীজীর প্রাণহীন দেহ পড়ে আছে। মাথা দক্ষিন দিকে, পা উত্তর দিকে প্রসারিত। বাম পা হাঁটুতে ভাঁজ হয়ে খাড়া আছে। আমি উদ্ধারের জন্য পেরেশান হয়ে গেলাম। তাঁর বাম পায়ের হাঁটুতে আমার ডান হাত দিয়ে স্পর্শ করার সাথে সাথে দেহে প্রাণ ফিরে এল। এবং তিনি আমাকে বললেন, “হে ধর্মের পুনর্জীবনদানকারী, ইতিপূর্বে আমার ধর্ম পাঁচবার পুনর্জীবন লাভ করেছে। সূত্রঃ রাসূল কি সত্যিই গরিব ছিলেনঃ দেওয়ানবাগ থেকে প্রকাশি