Posts

Showing posts with the label সমাজে হাদিস নামে প্রচলিত

সমাজে প্রচলিত জাল হাদিস

আমাদের সমাজে প্রচলিত জাল হাদিস যা আমাদের সমাজে হাদিস নামে প্রচলিতঃ-  ১.(আল্লাহ বলেন) আমি আমার নিজের উপর শপথ করছি যে,আহমদ এবং মোহাম্মদ নামের কাউকে জাহান্নামে প্রবেশ করানো হবে না।  ২.তোমরা আলেমদের অনুসরন করবে;কারন তারা দুনিয়া ও আখিরাতের প্রদীপ।  ৩.মৃত ব্যক্তিকে ৭ দিন পর্যন্ত তার বাড়ির মানুষদের দেখতে পায়।  ৪.আল্লাহ আশুরার দিনে আসমান-যমীন সৃষ্টি করেছেন।  ৫.জান্নাতের বাসীরা দাড়ি বিহীন হবেন,শুধু মুসা ইবনে ইমরান (আ) বাদে,তার দাড়ি হবে নাভী পর্যন্ত।  ৬.দেশ প্রেম ইমানের অংশ।  ৭.মাসজিদের মধ্যে কখাবার্তা নেকী বা সওয়াব খেয়ে ফেলে।  ৮.বিবাহিতের দু রাকাত নামায অবিবাহিতের ৭০ রাকাত থেকে উত্তম।  ৯.আরাফার দিনের সিয়াম ৬০ বছরের সিয়ামের মত।  ১০.আমার উম্মতের আলেমগণ বনী ইসরাঈলের নবীগনদের মত।  ১১.মুমিনের কলব আল্লাহর আরশ  ১২.সুলাইমান (আ) এর আংটির নক্সার বা খোদিত লেখাটা ছিলঃ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।  ১৩.নবী(স) কে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না।  ১৪.জ্ঞানীদের কালি শহীদের রক্ত থেকে অধিক মর্যাদার।  ১৫.যে ব্যক্তি মাসজিদে মধ্যে দুনিয়াবী কথা বোলবে আল্লাহ তার ৪০ বছরের আমল