Posts

Showing posts with the label majhab. muslimjogott

মুসলিম মাযহাব ছাডবে কেন

এক বিখ্যাত আলেমের উক্তি আমি মাযাহাব ছাড়লাম কেন রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, আমার উম্মত বিভক্তি হবে ৭৩ দলে ৷ এদের সকল দলই জাহান্নাম যাবে এক দল ব্যতীত ৷ সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল ! সেটি কোন দল ? রাসুলুল্লাহ (সাঃ) বললেন,  আমি এবং আমার সাহাবীগণ যার উপর আছি ৷ ( মিশকাত ১ম খন্ড, হা/১৬৩) মাযাহাব ৪টা : হানাফী, মালিকী, শাফিঈ, ও হাম্বেলী ৷ অামাদের বাংলাদেশে বেশীর ভাগই হানাফী মাযাহাবী মুসলমান ৷ মাযাহাবীদের মতে ৪ মাযাহাবের যে কোন একটি মাযাহাব মানা ফরজ ৷ যে কোন একটা মানতেই হবে, মাযাহাব না মানলে তারা লা মাযাহাবী। হানাফীদের কথায় লা-মাযাবীগণ বিদাআতি, নাস্তিক, মুনাফীক, হঠকারী, সীমালঙ্ঘনকারী, একটা ফিতনা-ফাসাদ, বাতিল ফিরকা, শিয়াদের মতো কেউ কেউ বলেন তারা খারেজী থেকে উৎপত্তি। এখন রসুলুল্লাহ (সা:)  এর কথায় একটা দল যাবে জান্নাতে, তাহলে কোন মাযহাবীগণ জান্নাতে যাবে?  কোন মাযাহাব ঠিক? মাযাহাবী বড় বড় আলেমগণ বলেন, হানাফী মাযাহাব জগদ্বিখ্যাত এবং সর্ববৃহৎ; জান্নাতে পৌঁছার জন্য এ দলের পথই সরল ও সহজ!!!  আব্দুল কাদের জিলানী (রহ:) তার গুনিয়াতুত তালিবীন গ্রন্থের ২১০ পৃষ্টায় ৭৩ দলের বর্ণনা দি